রাজশাহী শহর বাইপাস মহাসড়কটি কাশিয়াডাঙ্গা হতে বেলপুকুর পর্যন্ত ২ লেন সড়ক হতে ৪ লেনে উন্নীত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। রাজশাহী সড়ক বিভাগের সকল শ্রেণীর মহাসড়ক ৮৫ শতাংশ গুড টু ফেয়ার (Good to Fair Condition) অবস্থায় উন্নীতকরণ, জাতীয় মহাসড়কসমূহকে পর্যায়ক্রমে ৪-লেনে উন্নীতকরণে, সকল আঞ্চলিক মহাসড়ককে পর্যায়ক্রমে হার্ড সোল্ডার নির্মানের মাধ্যমে প্রশসত্মকরণ, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের ইন্টারসেকশন, বাজার, ফেরীঘাট ও লেভেল ক্রসিংসহ অংশসমূহে রিজিড পেভমেন্ট ও প্রয়োজনীয় ডেনেজ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা এবং বেইলি সেতু সমূহের স্থলে পর্যায়ক্রমে কংক্রিট সেতু নির্মানের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS