সড়ক বিভাগ রাজশাহী দপ্তরটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় জেলা পর্যায়ের ফিল্ড অফিস। এ দপ্তরের অধীন ২ টি সড়ক উপ-বিভাগ এবং ১ টি যামিত্মক উপ-বিভাগ রয়েছে। রাজশাহী সড়ক বিভাগের অধীন সড়কের মোট দৈর্ঘ্য প্রায় ৪৩৫ কি.মি. যার মধ্যে ১০২.৫৯ কি.মি. জাতীয় মহাসড়ক, ৪৪.৩৩ .কি.মি. আঞ্চলিক মহাসড়ক এবং ২৮৮.৫১ কি.মি. জেলা মহাসড়ক রয়েছে। এই বিশাল সড়ক নেটওয়ার্কে মোট . ৪০ টি সেতু ও ৪২৩ টি কালভার্ট রয়েছে। এই সড়ক নেটওয়ার্ক রাজশাহী জেলার অভ্যমত্মরীণ যোগাযেগের পাশাপাশি সারা দেশের সাথে রাজশাহী জেলার সড়ক যোগাযোগের ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করে আসছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS